সুনামগঞ্জ প্রতিনিধি : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় ও ব্যঙ্গ ছবি পোস্ট করায় সুনামগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালত মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয় যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এ কে মিলন আহমদ বাদি হয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সক্রিয় নেতাকর্মী সদর উপজেলার ভূঁইগাঁওয়ের রুহেল মিয়া, গণিপুরের কাজি ফয়সল আহমদ, বাউর গ্রামের আমিনুর রহমান ও দিলোয়ার হোসেন এবং শ্রীপুরের ফয়সল আহমদ ও আলাউদ্দিনকে আসামি দিয়ে এ মামলা দায়ের করেন।
বিচারক বিল্লাল হোসেন মামলাটি আমলে নিয়ে সদর থানা পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বাদি পক্ষে মামলাটির শুনানি করেন, অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা কাউসার আলম।
Leave a Reply