মৌলভীবাজার প্রতিনিধি : পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডি-লিট উপাধিতে ভূষিত হওয়ায় ও মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সফলতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখা মিছিল করেছে।
সোমবার দুপুরে শহরের চৌমোহনা থেকে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে চৌমোহনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি, বর্তমান সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর আলম।
Leave a Reply