নিজস্ব প্রতিবেদক : ভাটি বাংলার হাওর উন্নয়নে নদী-নালা ও খাল-বিল খননে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সিলেটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোভাযাত্রাটি মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, রাশিদ আহমদ চৌধুরী, বেলাল উদ্দিন, শাহ আলম, জাহাঙ্গীর আলম, শিরিন চৌধুরী ও বদরুল আলম।
Leave a Reply