ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায়, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও কে-স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিলেট প্রথম বিভাগ ফুটবল লীগের রবিবারের প্রথম খেলায় সিলেট মেট্রোপলিটন ক্লাব ৫-২ গোলে সিলেট টাউন ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।
খেলায় ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন, সিলেট মেট্রোপলিটন ক্লাবের খেলোয়াড় রাজা আহমদ। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন, প্রথম বিভাগ লীগ কমিটির সম্পাদক মাহমুদ হোসেন শাহীন।
দিনের দ্বিতীয় খেলায় অংশ নেয়, শাহ স্পোর্টিং ক্লাব ও শহীদ বাছির অগ্রগামী ক্লাব। খেলাটি ২-২ গোলে ড্র হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন, শহীদ বাছির অগ্রগামী ক্রীড়া চক্রের খেলোয়াড় সাক্কু হাসান। তাকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন, জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালিক রাজা।
সোমবার রয়েছে দুটি খেলা। প্রথম খেলা দুপুর আড়াইটায়। অংশ নেবে, চুুরঙ্গ যুব সংঘ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় খেলা বিকেল সাড়ে ৪টায়। এতে অংশ নেবে, হিলটন ক্লাব ও জালালাবাদ ক্লাব।
খেলা দেখতে জেলা স্টেডিয়ামে যেতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, প্রথম বিভাগ ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান বিজিত চৌধুরী ও সম্পাদক মাহমুদ হোসেন শাহীন।
Leave a Reply