মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের শহিদমিনারে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে।
জাতীয় শোকদিবসের প্রথম প্রহরে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ।
মোমবাতি প্রজ্জ্বলনের পর বঙ্গবন্ধু সহ পনেরোই আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া আলোচনা সভা ও শোকমিছিল করা হয়।
Leave a Reply