নিজস্ব প্রতিবেদক : রবিবার থেকে দেশে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে। এতে ভোটগ্রহণ হবে ৫টি ধাপে। প্রধান ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ১৮টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে।
সুনামগঞ্জে উপজেলা ১১টি। এর মধ্যে জগন্নাথপুরে মেয়াদ উত্তীর্ণ হয়নি। আর সংসদ সদস্যের প্রভাব বিস্তারের অভিযোগে জামালগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হবিগঞ্জে উপজেলা ৯টি। চেয়ারম্যান প্রার্থী ২৯ জন। তবে সীমানা সংক্রান্ত মামলা থাকায় নতুন উপজেলা শায়েস্তাগঞ্জে নির্বাচন হচ্ছেনা।
নির্বাচনের আওতাধীন সকল উপজেলায় ইতোমধ্যে ভোটগ্রহণ সামগ্রী প্রেরণ সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন।
Leave a Reply