সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে লাগানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে আবারও অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন-সিসিক। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে এই অভিযান শুরু করা হয়। রাত ১০টা পর্যন্ত তা অব্যাহত থাকে।।
এই অভিযানে প্রায় আড়াই হাজার ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয় বলে সিসিক সূত্রে জানা গেছে।
সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু হয় অভিযান। এরপর পর্যায়ক্রমে বন্দরবাজার, জিন্দবাজার ও চৌহাট্টা পয়েন্ট হয়ে রিকাবীবাজার পয়েন্ট পর্যন্ত অপসারণ কাজ চলে। পরবর্তী সময়ে মহানগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায়ও অভিযান পরিচালনা করা হবে। সিটি কর্পোরেশনের ১৩ জন কর্মী এবং একাধিক ট্রাক এই কাজে ব্যবহার করা হচ্ছে।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, কিছুদিন পরপর ব্যানার-ফেস্টুন অপসারণ করার পরও দেখা যায় আবারও যত্রতত্র ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে। বারবার অপসারণ করলেই এ সমস্যার সমাধান হবে না। মহানগরের সৌন্দর্য রক্ষায় নগরবাসীকে সচেতন হতে হবে।
Leave a Reply