নিজস্ব প্রতিবেদক : প্রথম জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা। অত্যন্তু শান্তিপূর্ণ পরিবেশ ছিল সবখানে। কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। প্রার্থীরা নির্বাচনী পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন।
বুধবার সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। সর্বশেষ সময় নির্ধারিত ছিল দুপুর ২টা; কিন্তু অনেক কেন্দ্রে এর আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যায়। তবে গণনা আরম্ভ হয় নির্ধারিত সময়ের পরপর। ফলে দুপুর আড়াইটার মধ্যেই ফলাফল আসতে শুরু করে।
সিলেট বিভাগের চার জেলার মধ্যে ব্যালট পেপারে এক প্রার্থীর প্রতীক ছাপা না হওয়ায় এবং হাইকোর্টে রিটের কারণে সিলেটে ৫টি ও হবিগঞ্জে ১টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত ছিল।
মহানগরীর মদনমোহন কলেজে ছিল ১নং ওয়ার্ডের কেন্দ্র। এখানে ভোটার ছিলেন ১০৫ জন। এর মধ্যে কারাবন্দি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন।
এই কেন্দ্রে তিন দিন আগে দুর্ঘটনায় পা ভেঙ্গে যাওয়ায় ক্র্যাচে ভর করে ভোট দিতে আসেন সিটি কাউন্সিলর আব্দুর রকিব তুহিন। অসুস্থতাকে পাত্তা না দিয়েই সর্বশেষ ভোট প্রদান করেন আরেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। জেলা পরিষদ নির্বাচনের আরেকটি বৈশিষ্ট ছিল, এক সাথে প্রায় ২০ জন সিটি কাউন্সিলরের ভােটকেন্দ্রে আসা। একইভাবে কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পুরো পরিষদ নিয়ে ভোটকেন্দ্রে আসতে দেখা গেছে।
এই কেন্দ্রে ভোটার ১০৫ জন হলেও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন পুলিশ, র্যাব ও বিজিবি মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০০ সদস্। অন্যান্য কেন্দ্রেও ছিল একই অবস্থা। এছাড়া প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও ছিল।
Leave a Reply