নিজস্ব প্রতিবেদক : অমর একুশে উপলক্ষে সিলেটে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত ১৫ দিনব্যাপী বইমেলা শেষ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি আল আজাদ, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম ও এসিড সন্ত্রাস নির্মূল কমিটির আহ্বায়ক জুরেজ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, প্রথম আলোর ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী। পরিচালনায় ছিলেন, আবৃত্তিশিল্পী নাজমা পারভীন।
১ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এ বইমেলা শুরু হয়। এতে ২১টি প্রতিষ্ঠান অংশ নেয়।
Leave a Reply