সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ঢিলেঢালাভাবে লকডাউনের প্রথমদিন অতিবাহিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারেও অনেকের মাঝে কোন আগ্রহ দেখা যায়নি।
শহরে দোকানপাট খোলা ছিল। যানবাহন চলাচলও ছিল আগের মতোই। প্রশাসন ও জনপ্রতিনিধিরা সচেতনতামূলক মাইকিং এবং ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেও আশানুরূপ ফল মেলেনি।
সোমবার দুপুরে শহরের আলফাত স্কয়ার, পুরাতন বাসস্ট্যান্ড, কাজীর পয়েন্ট, পশ্চিম বাজার, সাহেববাড়ি ঘাট, নবীনগর পয়েন্ট ও রিভারভিউ পয়েন্ট এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ ব্যবসায়ী এবং যানবাহন চালক ও যাত্রীর মুখে মাস্ক নেই।
এদিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, জেলার প্রতিটি উপজেলায় একটি করে মোবাইল টিম টহলে আছে। কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply