এ টি এম তুরাব : প্রতিষ্ঠার দীর্ঘ ১৬ বছর পর ২৫ এপ্রিল প্রথমবার সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এই নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজনীতি সচেতন এই জনপদ। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। দারুণ ব্যস্ততায় সময় কাটছে প্রার্থী, কর্মী ও সমর্থকদের। তবে সবার প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশেই শেষপর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
যেহেতু মেয়র পদে দলীয় প্রতীকে অর্থাৎ রাজনৈতিক মনোনয়নে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই মেয়র প্রার্থীদের পক্ষে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা মাঠে নেমেছেন। করছেন গণসংযোগ ও পথসভা। এসবের মধ্য দিয়ে ভোটারদেরকে পক্ষে টানার চেষ্টা চালানো হচ্ছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুস শুকুরের পক্ষে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইন এবং বিএনপির মেয়র প্রার্থী আবু নাসের পিন্টুর পক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি জয় দেবরায়, সাবেক যুগ্ম সম্পাদক ওমর ফারুক ডালিম, সভাপতি (ঢাকা পূর্ব) খন্দকার এনামুল হক, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মাওলা রশীদ আহমদ ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন গণসংযোগে অংশ নেন।
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ৬ জন, কাউন্সিল প্রার্থী ৬৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৪ জন। ভোটার ২৫ হাজার ২৪ জন। পুরুষ ভোটার ১২ হাজার ৪শ ৩০ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৫শ ৯৪ জন। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ১৬৪ জন বেশি। ওয়ার্ড ভিত্তিক ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ৬নং ওয়ার্ডে-৩ হাজার ৭শ ৭১ জন।
Leave a Reply