বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি দোয়া মাহফিল করেছে।
শুক্রবার, ১ সেপ্টেম্বর বাদ আসর হজরত শাহজালাল (র) দরগা প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান খোকোর আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বিএনপির আজকের অবস্থানে আসার পেছনে মুল কারণ হচ্ছে মানুষের আস্থা ও ভালোবাসা। জনতার সেই আস্থার প্রতিদান দিতে ‘ফ্যাসিস্ট’ সরকারের পতন না হওয়া পর্যন্ত সকল নেতা-কর্মীকে রাজপথে থাকতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সকলে মিলে বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশবাসী বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে।
এ সময় জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মামুনুর রশিদ মামুন (চাকসু), ইকবাল বাহার চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিসবাহ উদ্দিন, জিয়াউল গনী আরিফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, নিজাম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, রফিকুল ইসলাম শাহপরান, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply