সুনামগঞ্জ প্রতিনিধি : প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা সমাপ্ত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ও পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে শহরের ২৩টি পূজামণ্ডপ থেকে ভক্তরা নেচে গেয়ে প্রতিমা নিয়ে উপস্থিত হন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে। পরে সন্ধ্যা ৬টা থেকে একে একে সুরমা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহান রব্বানী, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, পৌর মেয়র নাদের বখত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল্লাহ।
হবিগঞ্জ প্রতনিধি : হবিগঞ্জে খোয়াই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হলো।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রতিমা বিসর্জন কার্যক্রম উদ্বোধন করেন, সদর ও লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। এর পরপরই প্রতিমা বিসর্জন দেয়া হয়। পরে ভক্তরা শান্তিজল গ্রহণ করেন।
শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে ভক্তরা ঢাক-ঢোল বাজিয়ে দেবী দুর্গার প্রতিমা খোয়াইঘাটে নিয়ে আসার পর শেষবারের মতো ধুপধুনো নিয়ে আরতিতে মেতে উঠেন। পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেয়া হয়।
তবে এবার নদীতে পানি কম থাকায় প্রতিমা বির্সজনে পূজারীদের অনেকটা দুর্ভোগের সম্মুখিন হতে হয়।
Leave a Reply