সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অন্য সবার মতোই অধিকার সচেতন করে তুলতে হবে। তাদেরকে নিয়ে আসতে হবে মূলধারায়। সুযোগ করে দিতে হবে তাদের প্রতিভা বিকাশের, যাতে তারা দেশের উন্নয়ন অভিযাত্রায় অংশ নিতে পারেন।
তিনি আরও বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সংবিধানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করেছিলেন আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অধিকার বাস্তবায়ন করছেন।
বাংলা ইশারা ভাষা দিবস ২০২৪ উপলক্ষে বুধবার, ৭ ফেব্রুয়ারি (২৩ মাঘ) বিকেলে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিলেট আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে পিছিয়ে রেখে নয়-সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান।
তিনি প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসক বলেন, ইশারা ভাষার প্রসারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে এই ভাষায় প্রশিক্ষিত লোকজন থাকা প্রয়োজন। তবে সবার আগে পরিবারের লোকজনকে ইশারা ভাষা রপ্ত করতে হবে, যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে ভাবের আদান-প্রদান সহজ হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো আব্দুর রফিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার প্রতিবন্ধী বিষয়ক জেলা স্টিয়ারিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বাংলাটিভির বিশেষ প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহিত চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামসু, গ্রিন ডিজঅ্যাবল্ড ফাউন্ডেশনের সভাপতি বায়েজিদ খান ও ব্লাস্টের কোঅর্ডিনেটর অ্যাডভোকেট সত্যজিৎ দাস। সঞ্চালনায় ছিলেন সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক মো লুৎফুর রহমান। ইশারা ভাষায় উপস্থাপন করেন সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো ছানাউল্লাহ।
এবার ’বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দেশ ব্যাপী বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply