নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন ডিম খান’-এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচিতে বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে প্রাণি সম্পদ অধিদফতর ও বিপিআইসিসির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এতে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ-সুস্বাস্থ্য সম্পন্ন জাতি উন্নয়নের পূর্বশর্ত। তাই সুস্থ জীবনের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত: একটি করে ডিম রাখতে হবে।
Leave a Reply