হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খান বলেছেন, প্রতিটি সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবারে অভাব অনটন থাকবে না।
তিনি আরও বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এমপিওভুক্ত হয়েছে অসংখ্য স্কুল কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাউছার শুকরানা, পুকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ লতিফ হোসেন, আব্দাল হোসেন তরফদার, জেলা শ্রমিক লীগের সহসভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, নাগুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, আওয়ামী লীগ শেখ আজিজুল হক আজিজ, হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ জহুর আমিন, ছাত্রলীগ সভাপতি মোফাজ্জল হোসেন ও আওয়ামী লীগ নেতা গিয়াছ উদ্দিন।
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply