নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার বলেছেন, প্রতিটি পেশায়ই দক্ষতা বৃদ্ধির জন্যে নিয়মিত পড়াশোনা দরকার। প্রশিক্ষণ এবং কর্মশালাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই সুযোগ পেলেই এ ধরনের আয়োজনে যোগ দিতে হবে।
শুক্রবার রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টদের জন্যে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা আয়োজিত দু দিনব্যাপী মানোন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক সময়োপযোগী একটি উদ্যোগ গ্রহণ করায় ইমজার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এরকম আয়োজনে সহযোগিতায় আশ্বাস দেন।
তিনি বেশকিছু চলচ্চিত্রের নাম উল্লেখ করে বলেন, এগুলোতে ক্যামেরার কাজ দেখে অনেককিছু শেখার আছে।
অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম ও রিফাত এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ। সভাপতিত্ব করেন, ইমজার সভাপতি আল আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, কর্মশালা ব্যবস্থাপনা পরিষদের সদস্য আনিস রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এস এ টিভির ব্যুরো প্রধান আব্দুল আলিম শাহ, চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান গুলজার আহমদ ও প্রশিক্ষক ফজলুল হক। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এ মানোন্নয়ন কর্মশালা শুরু হয়। পুলিশ সুপার মো মনিরুজ্জামান এর উদ্বোধন করেন। এতে ঢাকার তিনজন প্রবীণ টিভি ক্যামেরা জার্নালিস্ট হুমায়ুন কবির, ফজলুল হক ও শামসুল হুদা রিসোর্স পারসন হিসেবে অংশ নেন।
Leave a Reply