নিজস্ব প্রতিবেদক : প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার বলেছেন, সরকারি উদ্যোগে প্রতিটি জেলায় একটি করে তথ্য কমপ্লেক্স হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়নের ফলে সাংবাদিকরা পেশাগত সবরকমের আধুনিক সুযোগ সুবিধা পাবেন। তথ্য কমপ্লেক্সে আঞ্চলিক পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।
মঙ্গলবার রাতে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
প্রধান তথ্য কর্মকর্তা সাংবাদিকদের পেশাগত বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। একই সাথে বেশ কিছু দিকনির্দেশনাও দেন।
এসময় তার সাথে ছিলেন, উপ প্রধান তথ্য কর্মকর্তা মাসুদা খাতুন, রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান, সিলেট বিভাগীয় তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি, হবিগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মো সালাউদ্দীন, সিলেট জেলা সহকারী তথ্য কর্মকর্তা আব্দুস সাত্তার ও সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো ইশতিয়াক ইমন।
জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদ, দৈনিক শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, বাংলানিউজের স্টাফ করেসপনডেন্ট নাসির উদ্দিন, দৈনিক সিলেটের দিনরাতের সম্পাদক মুজিবুর রহমান ডালিম, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ মুন্না, দফতর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, বৈশাখী টিভির প্রতিনিধি মইনুল হাসান টিটু, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, ভোরের কাগজের প্রতিনিধি ইয়াহইয়া মারুফ, সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোটার পিংকু ধর, রফিকুল ইসলাম কামাল, দিব্য জ্যোতি সী,আলোকচিত্রী সুব্রত দাশ, সিলেট সংলাপের আলোকচিত্রী আনোয়ার আনোয়ার হোসেন, বাংলানিউজের আলোকচিত্রী আবু বক্কর, সবুজ সিলেটের আলোকচিত্রী মিটু দাস জয়, সহযোগী সদস্য দৈনিক আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি মোকলেছুর রহমান প্রমুখ।
Leave a Reply