লন্ডন প্রতিনিধিঃ প্রতারণার আশ্রয় নিয়ে হারাম টার্কির মাংশকে হালাল ভেড়ার মাংশ হিসেবে বিক্রির অপরাধে ইংল্যান্ডের পিটার বারার দুই বাঙালি ব্যবসায়ী কামাল রহমান ও মাহমুদর রহমানের ৫ বছর করে কারাদণ্ড হয়েছে।
লেস্টার ক্রাউন কোর্ট এই রায় দিয়েছে। এতে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে এ দুই ব্যবসায়ী ক্রেতাদের কোয়ার্টার মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নেন।
এ দুইজন ২০১২ সালে ডাচ বাংলা ডিরেক্ট লিমিটেড নামে ভূয়া কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে জার্মানি থেকে একশ টন হারাম টার্কির মাংশ আমদানি করে বোনলেস ভেড়ার মাংশ হিসেবে মিডল্যান্ড ও লেস্টার সহ ব্রিটেনের বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট ও গ্রোসারি সপে বিক্রি করেন। তারা ২১ মাসেরও বেশি সময় ক্রেতাদের সাথে প্রতারণা করেন বলে লেস্টার সিটি কাউন্সিল ও লেস্টার কাউন্সিল ট্রেডিং স্ট্যান্ডার্স ডিপার্টমেন্ট তদন্ত প্রতিবেদনে এ কথা বলে।
বিচারক ট্রেগলস ডেবি বলেন, এই দুজন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করেছে। তারা শুধু আর্থিক ভাবেই লাভবান হয়নি এর মাধ্যমে সংস্কৃতি এবং ধর্মীয়ভাবেও প্রতারণা করেছে। জেনে শুনে মুসলমানদের হারাম খাওয়ানো অপরাধ। আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্যে তারা জঘন্য অপরাধ করেছে।
আদালত এই ব্যবসা প্রতিষ্ঠানের সরবরাহকারী দুই বাঙালি মোহাম্মদ আনোয়ারুল হক ও তার ছেলে মোহাম্মদ জোনাইদ হককে মামলা থেকে অব্যাহতি দিয়েছে।
সাজাপ্রাপ্ত কামাল রহমানের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মুহিতপুর গ্রামে। তিনি জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের একাংশের প্রেসিডেন্ট এবং বাংলাদেশে ওয়ানসিটি নামের একটি প্রপার্টি ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। তাকে মাঝে মাঝে লন্ডনের বিভিন্ন বাংলা টিভি চ্যানেলে জকিগঞ্জের শাহবাগ মাদরাসা ও মসজিদের জন্যে অর্থ সংগ্রহ করতে দেখা যায়।
অপরজন মাহমুদুর রহমানের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। ৯ মার্চ এই দুজন লেস্টার ক্রাউন কোর্ট ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হন। ২০ এপ্রিল রায় ঘোষণা করা হয়।
Leave a Reply