নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার তারাপুর চা বাগান দখলের মামলায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই সহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
বুধবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সাক্ষ্যগ্রহণের শেষ দিনে ৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এ নিয়ে এ মামলায় ৩৩ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো।
সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ২৩ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির, মেয়ের জামাই আব্দুল কাদির, আত্মীয় দেওয়ান মোশতাক মজিদ ও তারাপুর চা বাগানের বর্তমান সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত।
এদিকে পলাতক থেকে পত্রিকা সম্পাদনা করে প্রতারণার অভিযোগে ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদারের করা অপর এক মামলায় দৈনিক সিলেটের ডাকের প্রকাশক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি রাগীব আলী ও তার ছেলে একই পত্রিকার সাবেক সম্পাদক আব্দুল হাইয়ের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
২০১৬ সালের ৮ সেপ্টেম্বর মামলাটি দায়ের হয়।
Leave a Reply