এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ সিলেট অঞ্চলের পক্ষ থেকে প্রতারণামূলক বিজ্ঞাপনে আকৃষ্ট না হতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল ও সম্পাদক জিয়াউর রহমান খান রেজওয়ান এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলেছেন, কিছু সংখ্যক ট্রাভেল এজেন্সি ও মানব পাচারকারী প্রতিষ্ঠান আইসিসি বিশ্বকাপ ২০১৯ উপলক্ষে খেলার নিবন্ধন, টিকেট ও ভিসার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার করে বিভিন্ন জনের নিকট থেকে টাকা-পয়সা নিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি।
তাই আইসিসি বিশ্বকাপ খেলা দেখতে আগ্রহীদেরকে এ ধরনের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কারো সাথে ভিসা সংক্রান্ত চুক্তি না করতে বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।
আটাব নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, ভিসা সংক্রান্ত সকল প্রকার সিদ্ধান্ত কেবল সংশ্লিষ্ট দেশের দূতাবাসের এখতিয়ারভুক্ত।
Leave a Reply