জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ১৯৫ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা হীরালাল বিশ্বাস ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল।
প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের জন্য বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে সহায়তা দানে বোরো, ভুট্টা, সরিষা ও মুগ বীজ এবং রাসায়নিক সার দেয়হয়।
Leave a Reply