শাকিব-পূজার প্রথম জুটির ‘গলুই’ সিনেমাটি শুটিংয়ের শুরু থেকেই আলোচনায় রয়েছে। এ ছবির শুটিং দৃশ্য, ট্রেলার, গান যাই প্রকাশ পায় তাই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এবার পোস্টার প্রকাশ হলো।
বৃহস্পতিবার টিওটি ফিল্মসের ব্যানারে ‘গলুই’ অফিসিয়াল পেজ থেকে প্রকাশ করা হয় পোস্টারটি। বিশাল নদীর মাঝখানে ফুলে ফুলে সজ্জিত নৌকার গলুইয়ে মাথায় লাল রঙের শাড়িতে বৌ সেজে বসে আছেন পূজা আর সেই নৌকা চালাচ্ছেন শাকিব খান।
পূজা বসে আছেন মন খারাপ করে। শাকিবও উদাস। বুঝাই যাচ্ছে, বিয়ে কিংবা সুসজ্জিত নৌকা হলেও মন ভাল নেই দু’জনেরই। হ্যা, এমন বেশেই ‘গলুই’ অফিসিয়াল পোস্টারে দেখা যাচ্ছে দু’জনকে। এই সিনেমায় এমন সাসপেন্স শুরু থেকে শেষপর্যন্ত দেখা যাবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন পরিচালক নিজেই। নৌকার দুই মাথায় দুইজন, তাও আবার দু’জনেরই মন খারাপ! তা জানার আগ্রহ বাড়িয়ে দিল এ পোস্টার।
ভিন্নরকমভাবে শাকিব খান-পূজার নতুন জুটিকে পোস্টারে একেবারেই প্রথম দেখা গেল। বেশ করে পূজার বিয়ের সাজে নৌকার গলুইয়ে বসে মন খারাপের ভঙ্গিটা বেশ রহস্যজনক মনে হচ্ছে। এদিকে মন খারাপ করে নৌকা চালানো অবস্থায় পূজার দিকে শাকিবের কষ্টের তাকানোটাও রহস্যের।
টিওটি ফিল্মসের প্রযোজনায় ‘গলুই’ ছবিটি পবিত্র ঈদে মুক্তি পাবে। সরকারি অনুদানের ছবিটি পরিচালনা করছেন, বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা এস এ হক অলিক। সহপ্রযোজক হিসেবে আছেন খোরশেদ আলম খসরু। ছবির দ্বিতীয় পোস্টার আসবে শনিবার, ১৬ এপ্রিল।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply