প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের ২০১৬-২০১৯ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা রবিবার সংগঠনের সভাপতি জয়নুল হকের সভাপতিত্বে ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকটে আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফারুক আহমদ, শাহাজাহান মিয়া, ছানার মিয়া সাকিব, আশিক উদ্দিন, হারুনুর রশিদ, সোহেল আহমদ রানা, সোহেল আহমদ, আলী আহমদ রনি।
পরে সর্বসম্মতিক্রমে জয়নুল হককে পুনরায় সভাপতি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলালকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কার্যকরী কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অন্যরা হলেন, জ্যেষ্ঠ সহ সভাপতি মো ফারুক আহমদ, সহ সভাপতি মো শাহাজাহান মিয়া, ছানার মিয়া সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আলী, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ রানা, সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ রনি, আব্দুল আহাদ, প্রচার সম্পাদক সোহেল আহমদ, দফতর সম্পাদক মজনু মিয়া ও অর্থ সম্পাদক উজ্জ্বল হোসেন।
Leave a Reply