এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকেলে প্যারিসের গার দো নর্দে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুৃষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়াহিদ বার তাহের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেন্টার ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী। আব্দুল্লাহ আল তায়েফ ও জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আবু তাহির হুসাইন মাছুম সাবুল, আলী হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ সেলিম, আলিম উদ্দিন, ওয়াহিদ উদ্দিন, মুহিব উদ্দিন, বেলাল উদ্দিন, হীরা আহমদ, নূরুল ইসলাম এপলু, জিয়াউর রহমান, ওবায়দুল ইসলাম রুহেল, দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন আলী, সাইদুল ইসলাম সাঈদ, সরওয়ার আহমদ, ফখরুল ইসলাম, সুয়েদ আহমদ, আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীর আহমদ খান, মজির উদ্দিন, শাহীন আহমদ, তপু ও হাবিবুর রহমান।
এছাড়া বড়লেখা, জুড়ি ও পার্শ্ববর্তী উপজেলার প্রবাসী ও ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply