এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স : ফ্রান্সের রাজধানী প্যারিসে সিলেট শাহজালাল ফুটবল টুর্নামেন্ট ২০১৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে লা কর্নভের ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে লা প্লেইন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে ইলেভেন স্টার শিরোপা ছিনিয়ে নেয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনেক প্রবাসী বাংলাদেশী খেলা দেখতে আসেন।
খেলা পরিচালনা করেন এনামুল ইসলাম, আব্দুল কাদির, শাহজাহান মিয়া ও তাজ উদ্দিন।
পরে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত প্রকাশক মিসবাহ উদ্দিন আহমদ পাশা, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, ইয়থ ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক টি এম রেজা, বাংলাদেশ ফ্রান্স বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য, স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, বাংলাদেশ ইয়ূথ ক্লাব ফ্রান্সের ক্রীড়া সম্পাদক মুসলিম রুমেল, গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সালেহ আহমদ সালেহ ও গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বিলাল আহমদ বিলাল। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিসের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, শাহজালাল স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, লা প্লেন একাদশের টিম ম্যানেজার পারভেজ আহমদ, ইলেভেন স্টারের টিম ম্যানেজার সাজু আহমদ, সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের সদস্য ফয়জুল হক প্রমুখ।
Leave a Reply