আবু তাহির, ফ্রান্স : ফ্রান্সের প্যারিসে সিঁদুর খেলা ও মিষ্টিমুখের জমকালো আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস, ফ্রান্সের উদ্যোগে প্যারিসের উপকণ্ঠ ভবিনিতে নির্মিত পূজামণ্ডপে আয়োজিত এবারের পূজায় ছিল দেবীকে তিথী অনুযায়ী আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধুপ ও দ্বীপ দিয়ে পূজা-অর্চনা, ভক্তিমূলক গান ও আরতি। আরো ছির আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাক-ঢোল আর কাঁসরের সুরের মূর্ছনায় সঙ্গে সুরেলা উলুধ্বনি। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ থেকে আসা শিল্পী আফজাল, সোমা দাস ও শিল্পী দাস। প্রতিটি পর্বে বাঙালির ঐতিহ্যবাহী শাড়ি-সেলোয়ার-পাঞ্জাবি-ফতোয়া পড়ে নারী-পুরুষ-শিশুদের উপস্থিতি ছিলো দেখার মতো।
পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক সংগঠনের সভাপতি জোতিষ দেবনাথ ও সাধারণ সম্পাদক শ্যামল দাস সানি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply