নিজস্ব প্রতিবেদক : পৌষের প্রথম সপ্তাহ। অন্যভাবে বলা যেতে পারে, শীতকাল সবে শুরু। এরমধ্যেই ঠাণ্ডায় কাবু সারাদেশ। কাঁপছে প্রকৃতি। কাতরাচ্ছে স্বল্পআয়ের মানুষ, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই। নেই শীত নিবারণের উপায়। রাত কাটায় খোলা আকাশের নিচে। হিমে জমে থাকে। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করে।
প্রচণ্ড শীত পড়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় জনপদ সিলেটেও। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কাজকর্মে ঢিলেঢালা ভাব। সূর্যের দেখা মিলছেনা। কুয়াশার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে বিভিন্ন সড়কে। নগর-শহরের চেয়ে গ্রামাঞ্চলে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। হিমশীতল কাদাপানিতে নেমে তাদেরকে চাষাবাদ করতে হচ্ছে।
Leave a Reply