সিলেট মহানগরীর পূর্ব বন্দরবাজারে পৌরবিপণি কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার জেল রোডে একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মো সিকান্দর আলীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জেলা যুব মৈত্রীর সভাপতি আব্দুল্লাহ খোকন ও জেলা ছাত্র মৈত্রীর সভাপতি মাসুদ রানা চৌধুরী।
সাধারণ সম্পাদক মো মঈন উদ্দিনের পরিচালনায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মো হাফিজ উল্লা, রফি আহমদ নোমান, আব্দুল মালেক, মো আলমগীর আলী প্রমুখ।
আলোচনা সভার প্রধান বক্তা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply