বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিসট্রিবিউর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহানগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি মো মোস্তফা কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সভাপতি মো নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ সভাপতি মো হারুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মো নাজমুল হক বলেন, পেট্রোলিয়াম ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা নিয়ে নানামুখী সমস্যায় ভুগছেন। এসব সমস্যা নিরসনের জন্য নিয়মিত নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে হবে।
তিনি বলেন, নিজেদের দাবি-দাওয়া সম্মিলিতভাবে সংগঠনের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরতে হবে।
পেট্রোলিয়াম ‘ডাইরেক্ট সেল’ বন্ধে সংগঠনের সিলেট বিভাগের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে মো নাজমুল হক বলেন, পেট্রোলিয়াম ‘ডাইরেক্ট সেল’ নিয়ে সরকারি পদ্ধতি পরিবর্তন প্রয়োজন, ‘ডাইরেক্ট সেল’ ডিলার্স মূল্যে না হয়ে খুচরা মূল্যে নির্ধারণের দাবি সরকারের কাছে জানানো হবে।
কোষাধ্যক্ষ নূরুল ওয়াসসেল আলতাফীর পরিচালনায় সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মাহমুদ, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, মো ফয়জুল ইসলাম, খান মোহাম্মদ ফরিদ উদ্দিন, আব্দুল মুনাইম চৌধুরী, এনামুল হক রুবেল, মো আখতার ফারুক লিটন, রুকন উদ্দিন, সাইফুল আলম, নলিনী কান্ত রায় নিরু, মো ইউনুস আলী, সিরাজুল হোসেন আহমদ, মো মনিরুল ইসলাম, চম্পক লাল দেব, মুশফিকুর রহমান চৌধুরী, সায়েম আহমদ, মো রফিকুর ইসলাম, মো মোবাশ্বির হোসাইন, আব্দুল ওয়াদুদ মজুমদার, আহমদ রাহীব্বা মজুমদার, মো খালেদ উদ্দীন আকন্জী, মো কদর আলী, মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, রিয়াদ উদ্দিন, মির্জা আফজাল মামুন বেগ, শান্তনু রায় নির্ঝর, অ্যাডভোকেট মইনুল ইসলাম, মো নূরুল হক, একেএম আনোয়ার হোসেন রাজু, নূরুল আমিন, মো ফখরুল ইসলাম (শুভ), নীল মনি চন্দ্র নাথ, টুটুল পুরকায়স্থ প্রমুখ।
এর আগে সংগঠনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
Leave a Reply