নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, পৃথিবীর কোন আইনই ত্রুটি বিচ্যুতি মুক্ত নয়। বাংলাদেশের শিশু আইন ২০১৩ তেও বেশ কিছু ত্রুটি রয়েছে। ইতোমধ্যে বিচারক ও বিশেষজ্ঞগণ এসব ত্রুটি চিহ্নিত করেছেন। এই ত্রুটিগুলো সংশোধন করা হলে শিশু আদালতের মামলাগুলো গুণগত মান বজায় রেখে নিষ্পত্তি করা সম্ভব হবে।
বুধবার বিকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে ঢাকার বাইরে প্রথম শিশু আদালতের কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দুই বেলা বিচারকার্য শুরু হয়েছে। এর ফলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, বিচারপতি খিজির আহমদ চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আরিফ ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা বিভাগের প্রধান জন লেইবি।
Leave a Reply