সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো শনিবার আসামপাড়া, আাসামপাড়া হাওর, সানকিভাঙ্গা, সানকিভাঙা দক্ষিণপাড়া, নবমখণ্ড, অষ্টমখণ্ড, কৈই কান্দিরপাড়, লাখেরপাড়, পূর্ব লাখেরপাড় ও ছৈলাখেল অষ্টমখণ্ড সহ আশপাশের কয়েকটি এলাকার পাঁচ শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জেলা বিএনপির সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বকস, বিএনপি নেতা আজির উদ্দিন সরকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম (রানা), সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, যুগ্মসম্পাদক আব্দুল করিম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply