পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট প্রিন্সিপাল অফিস প্রধানের দায়িত্বে পরিবর্তন এসেছে। রবিবার নতুন দায়িত্ব নিয়েছেন মহাব্যবস্থাপক বি এম শহিদুল হক। তিনি মহা ব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। এ এস সিরাজুল হক চৌধুরী পূবালী ব্যাংকের ঢাকা (দক্ষিণ) অঞ্চল প্রধানের দায়িত্ব পেয়েছেন।
কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে ৪ বারের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক ও ৪ বারের সর্বোচ্চ মুনাফা অর্জনকারী শাখা প্রধানের খেতাবপ্রাপ্ত বিএম শহিদুল হক ১৯৮৩ সালে প্রবেশনারী অফিসার পদে পূবালী ব্যাংকে যোগদান করেন। তিনি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন কর্পোরেট শাখা প্রধানের দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply