পূবালী ব্যাংক লিমিটেড টেকনিক্যাল রোড শাখা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের পূবালী ব্যাংক শাখার সামনে টেকনিক্যাল রোড ব্যবসায়ী সমিতি এবং সাধুরবাজার, বরইকান্দি, খোজারখলা, ধরাধরপুর ও মোল্লারগাঁও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
টেকনিক্যাল রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে ও জেলা ধারাভাষ্য সংস্থার সাধারণ সম্পাদক কামরান হোসেনের পরিচালনায় মাববন্ধনে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুৃ, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ প্রমুখ।
মানববন্ধন শেষে পূবালী ব্যাংক লিমিটেড টেকনিক্যাল রোড শাখা ম্যানেজারের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply