সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে সুনামগঞ্জ সদর থানা দল ১-০ গোলে দক্ষিণ সুনামগঞ্জ থানা দলকে হারিয়ে বিজয়ী হয়েছে।
রবিবার বিকেলে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে আয়োজিত সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ থানা দলের মধ্যকার এ খেলাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, জ্যেষ্ঠ পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রাজা চৌধুরী, পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ ও দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইশতেয়াক আহমদ চৌধুরী।
Leave a Reply