সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ এখন লাশ নিয়ে রাজনীতি করছে। বিএনপির চলমান আন্দোলনে তারা জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করছে। বিএনপি কার্যালয়ে যে নগ্ন হামলা চালিয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেশের মানুষ দেখেছে পুলিশ সাদা ব্যাগে করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল রেখে আতঙ্ক সৃষ্টি করেছে। জাতীয় নেতাদের অত্যন্ত ন্যাক্কারজনকভাবে গ্রেফতার করা হয়েছে। এই ‘স্বৈরাচারী’ সরকার মানুষের লাশ নিয়ে খেলা করছে। এদের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের তাণ্ডব, অযাচিত ও কাপুরুষোচিত গুলিবর্ষণ, হামলা, পুলিশের গুলিতে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা ও বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করেনা। তাই বিরোধীদলকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছেনা। এই স্বৈরাচারী সরকার জিয়া পরিবারের জনপ্রিয়তাকে ভয় পায়; কিন্তু যতই নির্যাতন, নিপীড়ন আসুকনা কেন বিএনপির গণতন্ত্র মুক্তির আন্দোলন বন্ধ করা যাবে না। এই ‘ফ্যাসিস্ট’ সরকারের পতন নিশ্চিত না করে, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না করে বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না।
বিক্ষোভ মিছিলটি দক্ষিণ সুরমার রেলগেইট থেকে শুরু হয়ে ক্বিনব্রিজের সম্মুখে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, মো শাহাব উদ্দিন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আবুল কাশেম, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনুর আহমদ, জসিম উদ্দিন, এ কে এম তারেক কালাম, শহীদ আহমদ, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ইকবাল বাহার চৌধুরী, আব্দুল লতিফ খান, অ্যাডভোকেট কামাল আহমদ, তাজরুল ইসলাম তাজুল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply