সুনামগঞ্জ প্রতিনিধি : ‘পুলিশকে সহায়তা করুণ, পুলিশের সেবা গ্রহণ করুণ’ এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা পুলিশের উদ্যোগে শহরের হাজীপাড়ায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক আব্দুল আহাদ ও পুলিশ সুপার বরকতুল্লাহ খানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর মডেল থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। পুুলিশ সুপার বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, মিজানুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল্লাহ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক অধ্যাপক পরিমল কান্তি দে।
প্রধান অতিথি বলেন, দুর্নীতি উন্নয়নে প্রধান অন্তরায়। তাই সমাজ থেকে দুর্নীতি উৎখাত করতে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সততার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
Leave a Reply