সুনামগঞ্জ প্রতিনিধি : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও গ্রাম পুলিশদের ঈদ উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সবার হাতে উপহার সামগ্রী তুলে দেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সদর মডেল থানার ওসি সহিদুর রহমান, ওসি-তদন্ত মনজুর মোরশেদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন।
Leave a Reply