বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল-আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পিপিএম (বার) বলেছেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন কমিশন-ইসির অধীনে দায়িত্ব পালন করে।
তিনি আরও বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকালেও নির্বাচন কমিশন যে নির্দেশনা দিবে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন।
আইজিপি জানান, বাংলাদেশ পুলিশ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে পুলিশ বাহিনীতে জনবল অনেক বেড়েছে, সক্ষমতা বেড়েছে, লজিস্টিক ইকুপমেন্ট বেড়েছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করা হচ্ছে।
শুক্রবার ৭ জুলাই সকালে সুনামগঞ্জ শহরের ওয়েজখালিতে পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলার তিন শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল, ডাল তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কথা বলছিলেন।
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
আইজিপি উল্লেখ করেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল। সুন্দরবনে জলদস্যুদের ভয়ানক উপদ্রব ছিল। গরীব মৎস্য আহরণকারীরা জিম্মি ছিল। সেই অবস্থান থেকে উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতির আলোকে আইনশৃংখলা বাহিনী, প্রশাসন, গণমাধ্যম ও গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করার ফলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
তিনি হুশিয়ার করে দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশে সাংবাদিক নির্যাতনের বিষয়ে তিনি বলেন, কোথাও কোন পেশীশক্তি দ্বারা অন্যায়ভাবে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে দুষ্কৃতকারী যত বড় বা ক্ষমতাশালী হোক না কেন তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন,পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও পুলিশ সুপার এহসান শাহ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
Leave a Reply