সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো নিশারুল আরিফের সঙ্গে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল-জিএসসি ইউকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল প্রবাসীদের জমিজমা রক্ষা, বেদখলকৃত সম্পত্তি উদ্ধার ও বিভিন্ন প্রকার হয়রানির নিরসন বিষয়ে মতবিনিময় করেছে।
এসএমপি সদর দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি লিডার কয়েছ আহমদ, জিএসসি সিলেট চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক মো আফিকুর রহমান আফিক, সিসিক কাউন্সিলর নাজনীন আক্তার কণা ও ট্রেজারার আলী আহসান হাবিব।
মতবিনিময় সভায় এসএমপি কমিশনার প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া, বিমানবন্দরে সকল প্রকার হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও দেশে রেখে যাওয়া প্রবাসীদেও ভূসম্পত্তি রক্ষার ব্যাপারে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ আরও বলেন, প্রবাসীদের সেবা দিতে পুলিশ বাহিনী সবসময় তৎপর। প্রবাসীরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে মজবুত করছেন। পুলিশ প্রশাসন প্রবাসীদেরকে সেবাদানে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
প্রতিনিধি দল পরে সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম ও সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মঈনুল হোসেনের সঙ্গে মতবিনিময় করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply