নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের উপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রবিবার দুপুর ১২টা থেকে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আল-আজাদ, ইকরামুল কবির, আ র ম রেনু, শাহ দিদার আলম নবেল, সজল ছত্রী, আব্দুল বাতিন ফয়সল, আনিস রহমান, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন। তিনি একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন ও উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান।
ইমজা সভাপতি পুলিশের সাংবাদিক নির্যাতনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
Leave a Reply