নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশের প্রতিটি কাজে শতভাগ স্বচ্ছতা থাকবে বলে জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটে সাংবাদিক এ টি এম তুরাব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সবকিছু করা হবে।
রবিবার, ১ সেপ্টেম্বর (১৭ ভাদ্র) সকালে সিলেট জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার এসব কথা বলেন।
তিনি বলেন, অবৈধভাবে নয়-যোগ্যতার ভিত্তিতে প্রতিটি থানায় অফিসার ইনচার্জ নিয়োগ দেওয়া হবে।
পুলিশ সুপার দেশের কল্যাণে ও জনগণের স্বার্থে কাজ করতে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা চান।
পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সমুন্নত রাখা, সকল ধরনের অন্যায়-অবিচারকে প্রশ্রয় না দিয়ে আইনের প্রয়োগ, পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক জেলা পুলিশ গঠন এবং প্রতিটি থানাকে শতভাগ ঘুষ, দুর্নীতি ও দালাল মুক্ত করার বিষয়ে সাংবাদিকদের আশ্বস্ত করেন।
মতবিনিময়কালে সাংবাদিকগণ নবাগত পুলিশ সুপারকে পুণ্যভূমি সিলেটে স্বাগত জানান, বিভিন্ন বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন ও সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply