নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরে দুই শিশুপুত্র হত্যার দায় পিতা ছাতির আলী পুলিশের কাছে স্বীকার করেছে।
পুলিশ সুপার মো মনিরুজ্জামান বুধবার সকাল সাড়ে ১০টায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি জানান, চিন্তামনি গ্রামের একটি জঙ্গল থেকে ছাতির আলীকে আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দায় স্বীকার করে।
পুলিশ সুপার জানান, স্বজনদের তথ্য মতে, ছাতির আলী মানসিক বিকারগ্রস্ত। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহ থেকে সে এ ঘটনা ঘটিয়েছে। পুরো রহস্য উদঘাটনে আরো তদন্তের প্রয়োজন রয়েছে।
সোমবার বিকেলে গ্রামের পাশে মাছ ধরতে নিয়ে গিয়ে নিজের ১১ বছরের ছেলে রুজেল আহমদ ও ৭ বছরের ছেলে মামুন আহমদকে সুপারি গাছের সুড়কি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে পিতা ছাতির আলী পালিয়ে যায়।
Leave a Reply