সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর বাজার থেকে ছিনতাইয়ের অভিযোগে যুবককে ধরে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদমাগরিব উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কুশিয়ারা পুলিশ ফাঁড়ির উদ্যোগে ফাঁড়ি প্রাঙ্গণে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আরো অভিযোগ করেন, হামলাকারীরা পুলিশের নিকট গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।
কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজি উল্লাহ খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন, উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন, রাজনীতিবিদ আলিম উদ্দিন বাবলু, সাবেক মেম্বার জামাল উদ্দিন, সালেহ আহমদ, কামাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উস্তার উদ্দিন, লুৎফুর রহমান মাস্টার, আব্দুল করিম, রুহুল আমীন, উত্তর আলমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি তেরা মিয়া, মুহিব আলী, আব্দুর রহমান, হাসন আলী, মিনহাজ উদ্দিন, সালেহ আহমদ সাকের, লোকমান আহমদ, বাহার উদ্দিন প্রমুখ।
প্রতিবাদ সভায় আলোচনাক্রমে পুলিশের উপর হামলাকারীদেরকে এলাকাবাসী শনাক্ত করে তাদের নাম কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দাবি জানান।
গত শুক্রবার সন্ধ্যায় ছিনতাই মামলার আসামি উত্তর আলমপুর গ্রামের পংকি মিয়ার ছেলে রেদওয়ান আহমদকে গ্রেফতার নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।
Leave a Reply