নিজস্ব প্রতিবেদক : পুলিশি বাধার কারণে বিএনপি সিলেটে কালো পতাকা মিছিল করতে পারেনি।
কেন্দ্র ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে কালো পতাকা মিছিল বের করার কথা ছিল। এজন্যে মহানগর পুলিশের অনুমতি চাওয়া হয়ে; কিন্তু পুলিশ ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেনি বলে দলের জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ জানিয়েছেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে জড়ো হতে থাকলে পুলিশ তাদেরকে সেখানে দাঁড়াতেই দেয়নি।
পরে মহানগরীর দরগা গেইট এলাকা থেকে জেলা ও মহানগর বিএনপি কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ফলে কর্মসূচি পালন করা যায়নি বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, বর্তমান সরকার দেশে-বিদেশে বলে বেড়ায় দেশে গণতন্ত্র আছে। অথচ বিরোধীদলকে মিছিল-সমাবেশ করতে দেয়া হয়না।
বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করেছে বলে তিনি অভিযোগ করেন।
Leave a Reply