নিজস্ব প্রতিবেদক : পুলিশি বাধার কারণে মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিএনপি মানববন্ধন করতে পারেনি।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় মহানগরীর কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপি এই মানববন্ধনের ডাক দেয়।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন জানান, নির্ধারিত সময়ে নেতাকর্মীরা কোর্ট পয়েন্টে উপস্থিত হলেও পুলিশি বাধার কারণে মানববন্ধন করা সম্ভব হয়নি।
পুলিশ কোর্ট পয়েন্টে নেতাকমীদেরকে দাঁড়াতেই দেয়নি বলে তিনি অভিযোগ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানিয়েছেন, এই মানববন্ধন কোন রাজনৈতিক বিষয় নিয়ে নয়-এ কথা জানানোর পরও পুলিশ কর্মসূচি পালন করতে দেয়নি।
Leave a Reply