মৌলভীবাজার প্রতিনিধি : নিরাপত্তার কারণে মৌলভীবাজারে পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ইফতার মাহফিল নির্ধারিত জায়গায় করতে দেয়নি। তবে তাড়াহুড়ো করে অন্য স্থনে ইফতার মাহফিল করা হয়।
পৌর কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন মিজানুর রহমান। প্রস্তুতিও চলছিল; কিন্তু আয়োজকের অভিযোগ, নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশ তাকে সেখানে ইফতার মাহফিল করতে দেয়নি।
অন্যদিকে পুলিশ বলেছে, বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পক্ষ নিজে থেকেই স্থান ছেড়ে যায়। এছাড়া পাশেই গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। তাই নিরাপত্তাজনিত কারণও রয়েছে।
পরে আয়োজক শহরের বাইরে চাঁদনিঘাটের অন্য একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল স্থানান্তর করেন।
Leave a Reply