নিজস্ব প্রতিবেদক : ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে পুলিশ সপ্তাহ ২০১৯ শুরু হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত এ সপ্তাহ উপলক্ষে রবিবার সকালে শাহপরান এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে শাহপরান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, এসএমপির উপ কমিশনার সোহেল রেজা, সহকারী কমিশনার মোহাম্মদ ইসমাইল ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ।
আইনি সেবাগুলো সম্পর্কে নগরবাসীকে জানাতে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে।
Leave a Reply