মৌলভীবাজার প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক ড জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশকে জনবান্ধব করে তুলতে সকল পদক্ষেপ নেয়া হচ্ছে।
শনিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে উল্লেখ করে আইজিপি আরো বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে মাদক ছড়িয়ে গেছে। পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করে দেশকে মাদকমুক্ত করতে সর্বাত্মক চেষ্টা করছে।
তিনি আবারো উল্লেখ করেন, পুলিশের কেউ মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা।
ড জাবেদ পাটোয়ারী জানান, সাধারণ মানুষ সেবা পেতে গত ২ বছরে থ্রিপল নাইনে ২ কোটি অভিযোগ করেছে। পুলিশ অর্ধকোটি অভিযোগ সমাধান করতে পেরেছে।
জেলা পুলিশ আয়োজিত বার্ষিক সমাবেশে সভাপতিত্ব করেন, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও নারী কল্যাণ সমিতির সভাপতি মুনমুন আহসান।
Leave a Reply