২০২১-২২ অর্থবছরে পুরাতন কাপড় আমদানির জন্য আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগ্রহী আমদানিকারকগণকে আগামী ৩০ জুনের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্ধারিত ফরম পূরণ করে হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি, ইটিআইএন সার্টিফিকেট, ২০২১-২২ অর্থবছরের নবায়নকৃত আইআরসির কপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক প্রত্যয়নপত্র, শিল্প ও বণিক সমিতির সদস্য সনদপত্র এবং প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে আবেদনকারীর ৫ (পাঁচ)টি নমুনা স্বাক্ষর (মনোনীত ব্যাংকের ম্যানেজার/ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নামের সিলসহ) যথাযথভাবে সত্যায়িত করে জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় দাখিলের আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর, সিলেটে যোগাযোগের জন্যও অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply